parbattanews

আলীকদমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

বান্দরবানের আলীকদম উপজেলায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শামীম। বুধবার (৬ এপ্রিল) আলীকদম বাজারে বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করেন তিনি।

এ সময় নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রয়, পণ্যের অতিরিক্ত মূল্য রাখাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীসহ ১২টি দোকান মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোজ্য তেল, চাল, চিনি, পেঁয়াজ, সিলিন্ডার গ্যাস, সবজি, পেট্রোলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যর মূল্য তালিকা দেখেন।

মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আলীকদম থানার পুলিশ। এ সময় স্থানীয় ব্যবসায়ী, সচেতন লোকজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের নিত্যপণ্যের দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেন।

Exit mobile version