parbattanews

আলীকদমে নারী দিবস পালিত

Alikadam Womens Day Photo-08 March''16

আলীকদম প্রতিনিধি :
‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আলীকদম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিলের সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন।

এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস, গ্রাউস ও ইকো-ডেভেলপমেন্ট র‌্যালীতে অংশ নেয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা শিক্ষা অফিসার মো. ইলিয়াছ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. আল-আমিন। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ অপ্পেল্লা রাজু নাহা, মৎস্য কর্মকর্তা গোলাম মর্তুজা, পল্লী উন্নন কর্মকর্তা কল্লোল কুমার সেন, একটি খামার একটি বাড়ির প্রকল্প সমন্বয়ক আব্দুল মান্নান, নারী নেত্রী এনুচা মার্মা ও গ্রীনহিল শিখা প্রকল্পের এলাকা সমন্বয়কারী কুশল চাকমা।

প্রধান অতিথি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ সবাইকে সমান মর্যাদা দিতে হবে।

Exit mobile version