আলীকদমে পপি চাষ : একজনের বিরুদ্ধে মামলা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম উপজেলায় পপি (আফিম ও হিরোইন) চাষে জড়িত থাকার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গত বুধবার অভিযুক্ত পপি চাষী নাদিয়াং ত্রিপুরার বিরুদ্ধে এ মামলা করা হয়। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত পপিচাষী পলাতক রয়েছে বলে জানা গেছে।

আলীকদম থানার এএসআই আব্দুল মান্নান জানিয়েছেন, গত মঙ্গলবার আলীকদম উপজেলা সদর থেকে সাড়ে ১০ কি:মি: পূর্বে আলোঝিরি চন্দ্রমনি ত্রিপুরা পাড়ায় সেনা বাহিনীর অভিযানে একটি পপিক্ষেত আগুনে পুড়ে ধ্বংস করা হয়। আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান খাঁন সুমনের নেতৃত্বে সেনা বাহিনীর সদস্যরা এ অভিযান চালান।

সেনা সুত্রে জানা গেছে, গোপন সংবাদে আলীকদম উপজেলার আলোঝিরি চন্দ্রমনি পাড়ায় সেনাবাহিনী এ অভিযান চালায়। অভিযানে চন্দ্রমনি পাড়া এলাকায় অন্তত: ১০ শতক পরিমাণ জমির পপিক্ষেত আগুনে পুড়িয়ে ধ্বংস করে সেনাবাহিনী। পপি চাষের জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। এ অভিযানে সেনা ও পুলিশের ৩০ জন সদস্য অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন