parbattanews

আলীকদমে পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েকশ বাড়িঘর পানির নিচে

আলীকদম প্রতিনিধি:

টানা দুইদিনের ভারি বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সড়কের কয়েকটি পয়েন্টে পানি ঢুকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানির নিচে রয়েছে কয়েকশ’ বাড়িঘর। পানিবন্দি রয়েছে হাজারো মানুষ।

সোমবার বিকেল সরেজমিন পরিদর্শনে মাতামুহুরী নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গেছে। নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্যা মার্মা জানান, বন্যায় তার ইউনিয়নসহ উপজেলার মংচা পাড়া, রোয়াম্ভু, বশির কারবারী পাড়া, যোগেন্দ্র পাড়া, মোস্তাক পাড়া, রেপার পাড়া বাজার পাড়া, ছাবের মিয়া পাড়া, আমতলীর চরসহ বেশ কিছু এলাকায় কয়েকশ ঘরবাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। প্রায় দুই হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়েছে।

উপজেলা পরিষদের আশেপাশের রাস্তায় পানি ঢূকে পড়েছে। রবিবার থেকে টানা বর্ষণে পানি বেড়েছে মাতামুহুরী নদীতে। পাশাপাশি বিভিন্ন খাল ও ঝিরিতে পানি টইটুম্বুর। এতে পানিতে তলিয়ে গেছে নদীর তীরবর্তী ও নিচু এলাকার শত শত বাড়িঘর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নায়িরুজ্জামান বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে পূর্ব থেকেই বলা আছে যে, বন্যা পরিস্থিতির অবনতি হলে সাথে সাথে বন্যার্তদেরকে যেন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। প্রয়োজনে বিদ্যালয়গুলোতে খুলে দেওয়া হবে।

এছাড়াও বন্যা পরবর্তী চেয়ারম্যানদের প্রতিবেদনের উপর ভিত্তি করে ত্রাণ ও পূনর্বাসনের জন্য ত্রাণ ও অর্থ চাহিদা করা হবে।

Exit mobile version