parbattanews

আলীকদমে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

বান্দরবানের আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটায় মো. ইসমাইলকে ১ এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সে পানবাজার এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. ইসমাইল বলে জানা যায়। তিনি ২৩ কিলো এলাকায় পাহাড় কেটে এ রাস্তা তৈরি করছিল

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমির) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, অবৈ ভাবে পাহাড় কাটার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধে ১৫(১) ধারায় পাহাড় কাটার দায়ে মো. ইসমাইলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এস্কেভেটর সরানোর জন্য নির্দেশনা দিয়ে আসা হয়েছে এবং এস্কেভেটর ২টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউল গনি ওসমানী বলেন, পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ বিনষ্টকারীদের কোন ছাড় দেওয়া হবে না।

Exit mobile version