parbattanews

আলীকদমে প্রতিমা বিসর্জন

 

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

আলীকদম উপজেলায় ধর্মীয় নানা আচার-আনুষ্ঠানিকতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় দূর্গাপূজা শেষ হয়েছে। আজ সোমবার মা দূর্গার প্রতিমা বির্সজন দেয়া হয়েছে। এরই মধ্যে দিয়ে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্র্মীয় উৎসব শেষ হলো।

সোমবার বিজয়া দশমীতে নানা সম্প্রদায়ের হাজারো মানুষের উপস্থিতিতে মাতামূহুরী নদীতে মা দূর্গার প্রতিমা বির্সজন দেয়া হয়েছে। আজ মাতামূহুরীর নদীর তীরে নারী-পুরুষ শিশু-কিশোর ধর্মবর্ণ নির্বিশেষে সবসম্পদায়ের সরব উপস্থিতি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের প্রতিচ্ছবি ভেসে উঠে। প্রতিমা বির্সজনের দিন উপজেলা হরিমন্দিরে গিয়ে নানা সম্প্রদায়ের সরব উপস্থিতি দেখা গেছে। পূজা-আর্চনায় সামিল হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পূণ্যার্থীরাও। নিরাপত্তার চাঁদরে ঢাকা ছিল পূজামন্ডপ। শনিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্যসহ জেলার সরকারি পদস্থ কর্মকর্তারা আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরে দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন।

Exit mobile version