parbattanews

আলীকদমে বাল্যবিবাহ বন্ধ করল পুলিশ

বাল্যবিবাহ

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের আলীকদমের এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিল পুলিশ। সোমবার বিকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, উপজেলার রেপারপাড়ার বাসিন্দা মো. খলিম উল্লাহর মেয়ে চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনী ছাত্রী রেশমি জান্নাত খুকীর (১৫) বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী শিবাতলী এলাকার বাসিন্দা মো. স্কেন্দার আলীর ছেলে মো. শাহাদাত হোসেনের (২০) সাথে। পাত্র ও পাত্রী উভয় বিবাহের অপ্রাপ্ত বয়স হওয়ায় বেসরকারী সংস্থা গ্রীন হিলের কর্মীরা বিয়ের আয়োজনের ঘটনা জানতে পেরে আলীকদম থানাকে অবগত করেন। পরে পুলিশের উপ-পরিদর্শক মো. রবিউল ইসলামের নেতৃতে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।

আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না  মুচলেকা নেয়া হয়েছে স্কুল ছাত্রীর অভিভাবকের কাছ থেকে।

Exit mobile version