parbattanews

আলীকদমে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Alikadam BGB News_Bandarban

আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে ৫৭ বিজিবি’র আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আলীকদম টাউন হলে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ, বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান পিএসসি।

প্রধান অতিথি বলেন, নৈতিক শিক্ষাই পারে সমাজকে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদমুক্ত করতে। তাই স্কুল, কলেজ ও মাদরাসায় ছাত্র ছাত্রীদের রুটিন পড়াশুনার পাশাপশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শৈশব থেকে পরিবারকেও দায়িত্ব নিতে হবে সন্তানদেরকে নৈতিক শিক্ষায়।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ৫৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হোসাইন রেজা পিএসসি, আলীকদম সেনা জোনের উপ অধিনায়ন মেজর মোস্তাফিজুর রহমান, আলীকদম উপজেলা চেয়ারম্যান মো, আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। এছাড়াও স্থানীয় হেডম্যান, পাড়া কারবারী, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আলীকদম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন সিকদার, ব্যবসায়ী প্রতিনিধি মাসুক আহামেদ, ইউপি সদস্য সন্তোশ কান্তি ও সুপ্রভাত প্রতিনিধি হাসান মাহমুদ প্রমূখ।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ২০১৪ ইং বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৭ বিজিবি’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ৫৭ বিজিবি সেনা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনসহ সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে আসছে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি বিওপি নির্মাণ করা হলেও ভূমি জটিলতার কারণে ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের কাজ শুরু হয়নি।

Exit mobile version