parbattanews

আলীকদমে বিশ্ব টয়লেট দিবস পালিত

Worl Toilet Day_Alikadam

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‘বেটার স্যানিটেশন ফর বেটার নিউট্রেশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় বৃহস্পতিবার বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারী সংস্থা ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী আলীকদম উপজেলা সদর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা বটমূল চত্ত্বরে ঢাকা আহছানিয়া মিশনের উপজেলা ওয়াশ কো-অর্ডিনেটর মোহাম্মদ রুহুল্লাহ খান কামাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা।

অপরদিকে, উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের আওতাধীন মাংতাই সরকারী প্রাথমিক বিদ্যালয়েও ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।

উল্লেখ্য, ২০০১ সালে সিঙ্গাপুরে সম্মেলনের পর প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

Exit mobile version