parbattanews

আলীকদমে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

Alikadam Tamak News copy

আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কারিতাসের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাদামাটা মোড়ক তামাক নিয়ন্ত্রণে আগামি দিন’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার দুপুরে আলীকদম প্রেস ক্লাব চত্ত্বরে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। এতে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন, খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও উপজেলা মৎস কর্মকর্তা গোলাম মর্তুজা প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর দিক সর্বব্যাপী। জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ জরুরী। তামাক ক্ষেতে চাষি যাতে সরকারি বরাদ্দের ইউরিয়া সার প্রয়োগ করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় কৃষি অফিসের আরো দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরী।

বক্তারা আরো বলেন, অন্যান্য বছরের তুলনায় চাষিরা আলীকদমে তামাক চাষ কমিয়ে দিয়েছেন। চাষিদের এ উদ্যোগকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে।

Exit mobile version