parbattanews

আলীকদমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাহ্লাথোয়াই মার্মাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

বান্দরবানের আলীকদমে মারপিট, গর্ভপাত ঘটানো, শ্লীলতাহানি ও অপরাধজনক ভীতি প্রদর্শন করার অপরাধে ফৌজদারী মামলার দায়ে সদ্য জাতীয়করণকৃত স্কুল দো’ছড়ি পারাও ম্রো পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক চাহ্লাথোয়াই মার্মাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১০ জুলাই) বেলা ৩টায় বান্দরবান জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক নাজমুল হোসাইন এ আদেশ প্রদান করেন।

অভিযুক্তের আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো চাহ্লাথোয়াই মার্মা আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাজার পাড়া এলাকার মৃত উচামং মার্মার ছেলে।

তিনি ইউএনডিপি শিক্ষা কার্য্যক্রমের আওতাধীন ২০২২ সালে জাতীয়করণ সরকারি প্রাথমিক স্কুলের অন্তর্ভুক্ত উপজেলার দো’ছড়ি পারাও ম্রো পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

কোর্ট পরিদর্শক পুলিশ সূত্রে জানা যায়, চাহ্লাথোয়াই মার্মা বিরুদ্ধে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক গৃহিনীর উপর শারীরিক নির্যাতনের ফলে পেটে নবজাতক গর্ভপাত ঘটানো, মারপিটে জখম, শ্লীলতাহানি, চুরি ও ভয়ভীতি প্রদর্শন করার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের বিচারক নাজমুল হোসাইন প্রধান শিক্ষক চাহ্লাথোয়াই মার্মার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Exit mobile version