parbattanews

আলীকদমে মসজিদ অক্ষত থেকে পাশের ১৮ দোকান আগুনে পুড়ে ছাই

Alikadam Fair Pic-1 (2) copy

আলীকদম প্রতিনিধি:

 পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত দোছড়ি বাজারে অগ্নিকান্ডে ১৮ টি দোকানের সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে বাজারের পাশের মসজিদটি অক্ষত রয়েছে।

বৃহস্পতিবার ঘটনাস্থল দোছরি বাজার পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, আলীকদম জোন কমাণ্ডার লে. কর্ণেল মোহাম্মদ সারোয়ার হোসেন, পিএসসি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন, ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ও কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং মুরুং। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য সরকারি কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে জনপ্রতি সাড়ে ৭ হাজার টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কয়েকদিন পরে ঢেউটিন ও চাল বিতরণ করা হবে।

অপরদিকে, সেনাবাহিনীর আলীকদম জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল ও তেল প্রদান করা হয়েছে।

কুরুকপাতা ইউনিয়নের ইউপি মেম্বার মর্জিনা তঞ্চঙ্গ্যা বলেছেন, বাজারের নিকটে একটি মসজিদ ছাড়া সবকটি দোকান আগুনে পুড়ে গেছে।

এদিকে শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে্ও অনুদান বিতরনের জন্য একটি প্রতিনিধি দল যাবেন বলে জানা গেছে।

Exit mobile version