আলীকদমে যুবকের মরদেহ উদ্ধার


বান্দরবানের আলীকদমে নিজের গ্যারেজ দোকান থেকে মো. আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সকালে আলীকদম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল আলীকদম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দানু সর্দার পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মকবুল আহমদ। স্থানীয় বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ‘আবিদ টায়ার হাউজ’ নামক দোকানের মালিক ছিলেন আরিফুল।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িচালক নুরুল আবছার সকালে গাড়ির চাকা ঠিক করার উদ্দেশ্যে দোকানে গেলে সেটি বন্ধ দেখতে পান। পরে পাশ দিয়ে উঁকি দিয়ে ভেতরে আরিফুলকে দোকানের টিনের চালের নিচে ঘরের বিমের সঙ্গে ক্যাবল তার দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি তাৎক্ষণিক ভাবে স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয় এবং আলীকদম থানা পুলিশকে জানানো হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ থানায় নিয়ে যায়।
আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, সকালে নিজের দোকান থেকে ক্যাবল তারে ঝুলন্ত অবস্থায় আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিস্তারিত তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

















