আলীকদমে শান্তি চুক্তির ১৮ বর্ষ পূর্তিতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

 Alikadam (Banarban) JSS news

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় শান্তি চুক্তির ১৮তম বর্ষ পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর উদ্যোগে গতকাল বুধবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল আলীকদম প্রেস ক্লাব থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব চত্বরে উপজেলা জেএসএস এর সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাইনথপ ম্রো সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও সমাবেশে কয়েক শতাধিক জেএসএস নেতাকর্মী যোগ দেয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেএসএস এর আঞ্চলিক পরিচালক ম্রো অং মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জেএসএস এর জেলা কমিটির সদস্য য়াংঙাং ম্রো, সাধারণ সম্পাদক ছাথোয়াইমং মার্মা (রাইটার), চাইম্প্রা মৌজা হেডম্যান চাথুইপ্রু মার্মা, উপজেলা কমিটির সাবেক সাবেক সভাপতি মংচানু মার্মা ও সাবেক সাধারণ সম্পাদক চাহ্লামং মার্মা প্রমূখ। উপজেলা জেএসএসর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জেএসএস এর সাংগঠনিক সম্পাদক বাচিংনুং মার্মা, পারাও ম্রো ও বিচিত্র তঞ্চঙ্গ্যা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত শান্তি চুক্তিতে ৭২ ধারা থাকলেও সরকার এ পর্যন্ত ২৫ টি ধারার বাস্তবায়ন করেছে। অবাস্তবায়িত রয়েছে ৪৭টি ধারা। শান্তি চুক্তির ১৮ বছর অতিবাহিত হলেও সরকার রাজনৈতিক শাসনতান্ত্রিক অধিকার, ভুমি ও আর্থনৈতিক অধিকার, অপারেশন উত্তোরণ’সহ অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার পুনর্বাসন সম্পর্কীত শর্তসমুহ বাস্তবায়ন করেনি।

বক্তারা দ্রুত চুক্তি বাস্তবায়নে সরকারের কাছে কয়েক দফা দাবি জানিয়েছেন। এ সব দাবির মধ্যে আছে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে দ্রুত কর্মপরিকল্পনা নেওয়া, আঞ্চলিক পরিষদ আইন কার্যকর করা ও চুক্তি বাস্তবায়ন কমিটি কার্যকর করা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন