parbattanews

আলীকদমে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বান্দরবানের আলীকদমে সেনাজোন (৩১ বীর) কর্তৃক মুরং কমপ্লেক্সে অবস্থারত সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট ) সকাল ১২টা থেকে ১ টা পর্যন্ত ক্যাপ্টেন নুরুজ্জামান তুর্য মেডিক্যাল অফিসার আলীকদম জোনের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ প্রদান ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়।

এই সময় ক্যাপ্টেন মো. নুরুজ্জামান তূর্য (আরএমও আলীকদম জোন) এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্পেইনে দুস্থ, অসহায় ও গরীব শিক্ষার্থীদের ক্যাম্পেইন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।

উক্ত ক্যাম্পেইনে ৮১ জন ছাত্র, ৪৯ জন ছাত্রী এবং ১০ জন অন্যান্য ব্যক্তিসহ সর্বমোট ১৪০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এই সময় ক্যাপ্টেন মো. নুরুজ্জামান তূর্য ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাদক পরিহার করতে এবং সুস্থ জীবন বজায় রাখতে অনুপ্রাণিত করেন এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানান।

Exit mobile version