parbattanews

আলীকদমে শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলীকদম সেনা জোনের আয়োজনে সম্পন্ন হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। শনিবার বিকাল তিনটায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে স্থানীয় জনসাধারণ ও সেনা সদস্য মিলে ১ হাজার ৫শ’ জনের মধ্যে ম্যারাথন অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

স্থানীয় জনসাধারণ, সেনা সদস্যদের অংশগ্রহণে এই ম্যারাথনে ৫ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করে প্রায় দেড় হাজার জন। এতে ২২ মিনিট সময় নিয়ে ম্যারাথনে ১ম স্থান অধিকার করেন মো. ইসমাইল হোসেন। ২২ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে ২য় স্থান অধিকার করেন উহাই মং মারমা ও ২২ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে ৩য় স্থান লাভ করেন মোহাম্মদ হাবিবুর রশিদ।

পুরুষদের পাশাপাশি নারীরাও এতে অংশগ্রহণ করেন। নারীদের মধ্যে ২৮ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে ১ম স্থান লাভ করেন আলযারা নূরী। ৩১ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে ২য় স্থান অধিকার করেন জেসমিন আক্তার ও ৩২ মিনিট ৫৫ সেকেন্ডে ৩য় স্থান লাভ করেন মালাসিং মারমা।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি আলীকদম জোন কমান্ডার লেঃ কর্নেল মনজুরুল হাসান পিবিজিএম, পিএসসি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো প্রমুখ।

Exit mobile version