parbattanews

আলীকদমে সেনাবাহিনীর ২৫০০ চারা বিতরণ

kjijh

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলাকে প্রাকৃতিক সুশোভিত করতে ভূমিকা রেখেছে আলীকদম সেনা জোন। এর অংশ হিসাবে সেনাজোন সোমবার আলীকদমের মৈত্রী জুনিয়র স্কুল, মুরং কমপ্লেক্স ও স্থানীয় উপজাতি ও বাঙালী ছাত্রছাত্রীদের মাঝে ২৫০০ বিভিন্ন জাতের ফলদ ও বনজ কাঠের চারা বিতরণ করেন।

এই চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলীকদম জোন কমান্ডার লে. কর্ণেল সরোয়ার হোসেন পিএসসি। চারা বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, এই চারাগুলো নিজেদের বাগান, পাহাড় ও সেনাজোনের পার্শ্ব দিয়ে নির্মিত নতুন রাস্তার দুই পাশের শোভা বর্ধন করবে। এই বৃক্ষ রোপনের মাধ্যমে আপনারা যেমন স্বাবলম্বী হবেন, তেমনি দেশও এগিয়ে যাবে। বৃক্ষ রোপনকে একটি সামাজিক আন্দোলন হিসাবে এগিয়ে নেয়ার উপর গুরুত্ব আরোপও করেন এসময় তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলীকদম উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Exit mobile version