parbattanews

আলীকদমে স্ত্রী নির্যাতনের দায়ে দু’শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আলীকদম, প্রতিনিধি:

আলীকদমে শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের দায়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হওয়ায় অভিযুক্ত দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও)।

উল্লেখ্য গত ২১ ও ২২ ফেব্রুয়ারি কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়। মামলার আসামীরা হচ্ছেন থোয়াইচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও চৈক্ষ্যং ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম। পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে ডিপিইও’সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে পত্র দেন জাতীয় মানবাধিকার ইউনিটি, বান্দরবান জেলার সম্পাদক।

জানাযায়, উপজেলার থোয়াইচিং হডম্যোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম ২০০১ সালে বিয়ের পর থেকে তার শিক্ষিকা স্ত্রীকে প্রায়ই বাড়ি থেকে যৌতুক এনে দেয়ার জন্য শারীরিক ও মানসকি নির্যাতন করে আসছে। এ নির্যাতনরে অন্যতম সহযোগী তার ভাই চক্ষ্যং ত্রিপুরা।

Exit mobile version