parbattanews

আলীকদম ইউএনও’র অপসারণের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল

বান্দরবান আলীকদম উপজেলার ইউএনও’র অপসারণসহ অন্যান্য দাবিতে বান্দরবানে সচেতন সমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।

সমাবেশে বক্তারা আলীকদমের ইউএনও মেহেরুবা ইসলামের অপসারণ, স্থায়ী বাসিন্দা সনদ সার্কেল চিফের (রাজা) পরিবর্তে জেলা প্রশাসকের নিকট হস্তান্তর, ভূমি রেজিস্ট্রেশনের জটিলতা নিরসণ, অতিরিক্ত পৌরকর প্রত্যাহার ও বাজার ফান্ড এলাকায় সরকারি লোন চালু করাসহ পার্বত্য চট্টগ্রামে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে হিলবার্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক সচেতন সমাজের প্রবীণ মুরুব্বী হাজী আব্দুর শুক্কুর ।

উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান, বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আকন্দ, বান্দরবান সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হক, পৌর শাখার সাধারণ সম্পাদক এরশাদ চোধুরীসহ অনেকে ।

Exit mobile version