parbattanews

আলীকদম জো‌নের শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিক্যাল সেবা

পার্বত‌্য শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে আলীকদম জো‌নের উ‌দ্যো‌গে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিক‌্যাল সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২‌ ডি‌সেম্বর) সকা‌লে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলীকদম সেনা জোন আয়োজিত সভা, শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিক‌্যালে আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শেখ আব্দুল্লাহ আল ফারাবি।

জোন কমান্ডার ব‌লেন, আজ পার্বত‌্য শা‌ন্তি চু‌ক্তির ২৪ বছর। ১৯৯৭ সা‌লের  আজ‌কের এ দি‌নে সরকার পার্বত‌্য এলাকায় শা‌ন্তি ফি‌রি‌য়ে আন‌তে এ চু‌ক্তি স্বাক্ষর ক‌রে‌ছিল। আমরা চাই সরকা‌রের এ চু‌ক্তি সফল কর‌তে। আশা কর‌ছি সক‌লের ঐকা‌ন্তিক প্রচেষ্টায় পাহা‌ড়ে অ‌চি‌রেই শা‌ন্তি ফি‌রে আস‌বে।

প‌রে এলাকার অসহায় মানু‌ষের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ও অসুস্থ‌্যদের বিনামূ‌ল্যে চি‌কিৎসা সেবা প্রদান কর‌া হয়।

এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মার্মা, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফা কামাল, আলীকদম থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার ও লামা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Exit mobile version