parbattanews

আলীকদম জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সেবা কার্যক্রম

আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলা জোনের উদ্যোগে মুরুং কল্যাণ ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাঝে  শীতবস্ত্র, ক্রীড়া সামগ্রী বিতরণ এবং রোগীদেরকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) সকাল দশটায় মুরুং কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল সাইফ শামীম পিএসসি। একই দিনে দুপুর সাড়ে বারোটায় জোন সদরে লামা-আলীকদমের সামাজিক-ক্রীড়া সংগঠনের মাঝে বিনোদন সামগ্রী হিসেবে ৫টি টেলিভিশন বিতরণ করেন জোন কান্ডার।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধাবীদের পাশে আলীকদম জোন সর্বদা আছে এবং থাকবে। এ সময় জোন কমান্ডার মুরুং ছাত্রাবাসের নানা বিষয়ে খোঁজ-খবর নেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার মেজর মোয়াজ্জম হোসেন, ডা. মেজর হাবিবা, ডাক্তার ক্যাপ্টেন মো. আসিফ, জোন জেসিও ইহসান উল্লা, সিনিয়র রিপোর্টার মো.কামরুজ্জামান, মুরুং ছাত্রাবাস পরিচালক ইয়ংলক মুরুং প্রমুখ।

Exit mobile version