parbattanews

খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক: আলীকদম জোন কমান্ডার

নিজস্ব প্রতিনিধি:

আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম পিএসসি বলেন, শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক এবং শরীর ও মনকে সতেজ রাখে।

শনিবার বান্দরবানের আলীকদম সেনা জোন পরিচালিত ‘আলীকদম কিন্ডার গার্ডেন’ স্কুলের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে সকাল থেকে আলীকদম বিজিবি ক্যাম্প এলাকায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের এই আয়োজন করা হয়।

স্কুল অধ্যক্ষ হোসনে আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নাহিদ ফারজানা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আসিকুর রহমান খান। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version