parbattanews

আলীকদম-থানচি সড়কে পর্যটকবাহী জিপ খাদে

 

আলীকদম প্রতিনিধি

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আলীকদম-থানচি সড়কের ১৭ কিলোমিটারে একটি পর্যটকবাহী জিপ সড়ক থেকে ছিটকে পড়ে অন্তত একশ ফুট খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে ১১জন পর্যটকদের সকলে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে সবাই কমবেশি আহত হয়েছেন।

প্রত্যক্ষ্যদর্শী নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করেছে। পাহাড়ি ঢাল বেয়ে উপরে উঠার সময় যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।

উল্লেখ্য, ঈদের দিন দুপুরে আলীকদম-ফাঁসিয়াখালী সড়কে আরেকটি যাত্রীবাহী জিপ দুর্ঘনার শিকার হয়ে ৪জন নিহত ও অন্তত ২০জন গুরুতর আহত হন।

অভিযোগ উঠেছে, আলীকদম ও লামা উপজেলায় অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল করলেও স্থানীয় প্রশাসন আইন প্রয়োগ করছেনা। মালিক সমিতির অন্যায় দাবি দাওয়ার কাছে প্রশাসন কার্যত টুঠু জগন্নাথ হয়ে আছে।

Exit mobile version