parbattanews

 আলীকদম প্রেসক্লাব থেকে পতাকা নামিয়ে বখাটে যুবকের ফেসবুকে স্টাটাস

আলীকদম প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলীকদম প্রেসক্লাবে উত্তোলন করা জাতীয় পতাকা নামিয়ে ফেললেন স্থানীয় এক বখাটে যুবক। করিৎকর্মা এ বখাটে স্থানীয় প্রেসমিডিয়াকে বিতর্কিত করতে রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘প্রেসক্লাবে পতাকা উত্তোলন করা হয় নাই‘ মর্মে স্টাটাস দেয়।

প্রেসক্লাব সভাপতি জানান, ২৬ মার্চ ভোর ছয়টার দিকে প্রেসক্লাবে যথারীতি জাতীয় পতাকা তোলা হয়। কিন্তু দুপুরে স্থানীয় নুরুল আলম নামে এক যুবক তার ফেসবুক স্টাটাসে জানায় যে, ‘আলীকদম প্রেসক্লাবে জাতীয় পতাকা তোলা হয় নাই’।

প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, ফেসবুকে স্টাটাস দেয়া যুবক নুরুল আলম পানবাজার উপজাতীয় পল্লীতে অগ্নিসংযোগের অন্যতম হোতা। সম্প্রতি এ ঘটনা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম তদন্ত শুরু করায় সে ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাবের পতাকা নামিয়ে ফেলে ফেসবুকে স্টাটাস দেয়। যাতে প্রেসক্লাবকে বিতর্কিত করা যায়। পতাকা নামিয়ে ফেলার বিষয়ে প্রেসক্লাব থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুরুল আলমকে রবিবার সন্ধ্যায় কয়েকবার ফোন করা হলেও সে ফোন রিসিভ করেনি।

Exit mobile version