parbattanews

আলীকদম সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

কুরুকপাতা ইউনিয়নে আলীকদম জোনের ফ্রি চিকিৎসা সেবা

পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নে সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থ জনগণের মাঝে বিনামূল্যে
চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলীকদম জোনের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে কুরুকপাতা ইউনিয়নটি দুর্গম। ওই ইউনিয়নের দুঃস্থ, অসহায় ও গরীব জনসাধারণের মাঝে প্রতিনিয়ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে আলীকদম সেনা জোন থেকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার কুরুকপাতা বাজারে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসাসেবা দেন আলীকদম জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন চন্দন কুমার দাস। এ সময় ২০ জন পুরুষ, ৫০ জন মহিলা ও ৮০ জন শিশুকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা নিতে আসা আগতদের উদ্দেশ্যে আলীকদম জোনের ক্যান্টেন চন্দন কুমার দাশ বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, উন্নয়নের ধারা বজায় রাখতে মাদকদ্রব্য পরিহার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এ ধরণের সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যবাহত থাকবে।

Exit mobile version