parbattanews

আলীকদম স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক ইয়াবাসহ আটক: সংগঠন থেকে অব্যাহতি

বান্দরবানের আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এস এম মিজান সর্দার র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক হয়েছেন। এই ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। বুধবার (৭ জুলাই) মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় র‌্যাবের হাতে আটক হয়েছেন মিজান। তিনি আলীকদম উপজেলা সদরের আলিমুদ্দিন পাড়ার মৃত মহসিন সর্দারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, এ্যাম্বুলেন্স যোগে ইয়াবা পাচারের খবর পেয়ে র‌্যাব মুন্সিগঞ্জের লৌহজং চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মিজানকে ৬৮০ পিচ ইয়াবাসহ আটক করে। পরে তাকে লৌহজং থানায় সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এমন দাবি করেছে আইন শৃঙ্খলাবাহিনী। এদিকে মিজান আটকের বিষয়টি বান্দরবানের সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমঙ্গীর হোসাইন।

এদিকে আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজান সর্দারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী।

Exit mobile version