parbattanews

আলোর পথে রোয়াংছড়ির ছয় যুবক

20160714_161637 copy

স্টাফ রিপোর্টার:

জনসংহতি সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদের সমর্থক ছয় পাহাড়ী যুবক সন্ত্রাসীদের সহযোগীতার পথ ছেড়ে আলোর পথে এসেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সদর জোনে আলোর পথে আসা যুবকদের পরিচয় করিয়ে দেন টু আইসি মেজর মশিউর।

সূত্র জানায়, গত ৫ জুলাই রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় জেএসএস এর তিন সস্ত্রাসীদের মধ্য চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বিমল চাকমা গুরুত্তর আহত হয়। এঘটনার পর থেকে তালুকদার পাড়ার মং উচিং (৪৫), ক্যপ্রু মং (৪২), লসাই মং (২৯), উহাই মং মার্মা (২৭), মং বাথোয়ই মার্মা (৪১) ও মংয়ই চিং মার্মা (৩৫) পাড়া ছেড়ে গভীর জঙ্গলে আশ্রয় নেয়।

এ ঘটনার পর জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ঐ এলাকায় সন্ত্রাস বিরুধী জনসচেনতা বিষয়ক আলোচনা সভায় সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। চেয়াম্যানের ডাকে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন বলে জানান মেজর মশিউর।

উহাই মং মার্মা জানান, ৫জুলাই ঘটনায় তারা ভীত হয়ে পাহাড়ে আশ্রয় নেয়। তারা সকলে জেএসএস বা পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য। তার সন্ত্রাসীদের ভয়ে সহযোগী হলেও তারা কেউ সন্ত্রাসী নয়।

Exit mobile version