parbattanews

কওমী মাদ্রাসার আলেম-ওলামাদের সম্মান করতে শিখুন : আল্লামা আহমদ শফী

1

উপজেলা প্রতিনিধি, রামু :

বাংলাদেশ হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, দেশের কওমী মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষা দেয়া হয়। এসব প্রতিষ্ঠানগুলোর আলেম-ওলামাদের সম্মান করতে শিখুন। আজ সোমবার জোহরের নামাযের পরে রামু উপজেলার কাউয়ারখোপ ইসলামীয়া তাজবীদুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলাহী মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজত ইসলামের আমীর বলেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত দ্বীনদার-মোমিন থাকবে ততদিন কেয়ামত হবে না। সকল মুসলমানকে অনৈসলামিক কর্মকান্ড পরিহার করে আল্লাহর নির্দেশিত পথে থাকতে হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুই মানব কল্যাণের জন্য।

কাউয়ারখোপ ইসলামীয়া তাজবীদুল কুরআন মাদ্রাসার পরিচালক মৌলানা আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম রামু উপজেলার সভাপতি মাওলানা হাফেজ আবদুল হক, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কলিম উল্লাহ প্রমূখ।

এ দ্বীনি মাহফিলে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা নেজামে ইসলামের সেক্রেটারি মাওলানা ইয়াছিন হাবিব, চাকমারকুল আল জামেয়াতুল দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ এবাদুল্লাহ, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হক, খুনিয়াপালং মারকাযুল হুদা আল ইসলামীর পরিচালক মাওলানা কেফায়েত উল্লাহ।

হেফাজত ইসলাম আমীরের আগমনের খবরে সকাল থেকে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং হেফাজতে ইসলাম এর নেতাকর্মী বিভিন্ন গাড়ি সহকারে সম্মেলনে যোগ দেয়। দুপুরে দেড়টায় হেফাজত ইসলামের আমির, আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারীর আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালক, শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী সম্মেলন স্থলে পৌঁছলে আলেম-ওলামা সহ শত শত জনতা তাকে বরণ করে নেন।  

Exit mobile version