আল-কায়দার নতুন আবিষ্কার ‘স্তনবোমা’

পার্বত্য নিউজ ডেস্ক: এবার অভিনব কায়দা আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে আল-কায়দা। আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনটি নতুন এ পদ্ধতি বাস্তবায়নে নারীদের বেছে নিয়েছে। অস্ত্রপচারের মাধ্যমে নারীদের স্তনে বিস্ফোরক দ্রব্য ঢুকিয়ে এই বোমা হামলার পরিকল্পনা করছে তারা। হামলা চালানোর জন্য আল-কায়দা বাহিনী বিমানবন্দর ও এয়ারক্রাফটকে লক্ষ্যবস্তু ঠিক করেছে বলে জানা গেছে।

 এদিকে আল-কায়দা হামলার আশঙ্কায় লন্ডনের হিত্রো বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জানা গেছে, স্তনে বিস্ফোরক দ্রব্যগুলো এমনভাবে প্রতিস্থাপন করা হবে যেন তা বিমানবন্দরের স্ক্যানারে ধরা না পড়ে। এনিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
 
হিত্রো বিমানবন্দরের একজন নিরাপত্তাকর্মী জানান, সত্যিকার অর্থে এটি আতঙ্কের বিষয়। তবে আমরা প্রতিটি যাত্রীকেই তার নিজের ব্যাপারে সতর্ক হতে বলছি।  প্রত্যেকটি যাত্রীকে আলাদা করে পরীক্ষা-নিরীক্ষা করা কঠিন। তবে আমরা পুরো বিমানবন্দর জুড়েই সর্তকতা জারি করেছি। একারণে হিত্রো বিমানবন্দরে যাত্রীদের অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি সময় লাগছে বলে জানান ওই কর্মকর্তা। সূত্র: মিরর   

 
জানা গেছে, আল-কায়দার বোমা তৈরি বিভাগের প্রধান ইব্রাহিম আল-আসিরি দাবি করেছেন, তিনি স্তন প্রতিস্থাপনের জন্য এমন বোমা তৈরি করেছেন যা বিমানবন্দরগুলোতে ব্যবহারকারী স্ক্যানারে সনাক্ত করা কঠিন হবে।
তবে আর কায়েদার তরফ থেকে এই বোমা তৈরীর খবর সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি। কিন্তু এই ধরণের খবর জঙ্গী আতঙ্কে আতঙ্কিত পাশ্চাত্যের বিমানবন্দরগুলোতে চেকিংএর সময় মুসলিম মহিলাদের নতুনকরে বিব্রতকর অবস্থায় ফেলবে বলে ধারণা করা করছে নিরাপত্তা বিশেষজ্ঞগণ।
 
বিস্ফোরক বিশেষজ্ঞদের বলছেন, আল-কায়দা উদ্ভাবিত বিশেষ এ বোমা সত্যিই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, আল-কায়দা বিমানবন্দরে ব্যবহৃত যন্ত্রাংশ ব্যবহারের পরিকল্পনা করছে। যাতে করে তাদের ওই বিস্ফোরক সহজে সনাক্ত করা সম্ভব না হয়। 
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন