parbattanews

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থদের  শাড়ী, লুঙ্গি ও ছাত্র-ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ

img_5443-copy

বাইশারী প্রতিনিধি:

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শাড়ী, লুঙ্গি ও এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় বড়বিলস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে তিনশত জন অসহায় ও এতিমদের মাঝে এসব কাপড় বিতরণ করা হয়। এদের মধ্যে দুইশত জন এতিম ছাত্র-ছাত্রী ও একশত জন অসহায় গরীব মানুষ রয়েছে বলে জানা যায়।

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাসান। ইউপি সদস্য নুরুল ইসলাম সওদাগর প্রমূখ।

উল্লেখ্য, আল নজির ফাউন্ডেশন দীর্ঘকাল যাবৎ গরীব, অসহায়, দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা, প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, মুক্তিযোদ্ধাদের আংশিক ভাতা সহ বিভিন্ন কার্যক্রম সরকারের অনুমতি সাপেক্ষে চালিয়ে আসছে। আগামীতেও এ ধরনের সহযোগীতা অব্যাহত রাখার জন্য ফাউন্ডেশনে পরিচালক আল্লামা ডঃ হারুন আজিজী’র জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।

Exit mobile version