parbattanews

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে দিন মজুর মানুষের মাঝে চাউল বিতরণ

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে খেটে খাওয়া, দিন মজুর, গরীব অসহায়দের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১ টার সময় ফাউন্ডেশনের নিজস্ব কার্যলয় মাঠে এসব চাউল বিতরণ করা হয়।

ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাসান চাউল বিতরণকালীন লোকজনদের বলেন করোনাভাইরাস থেকে রক্ষা পেতে নিজেকে সচেতন ও পরিবারকে সচেতন হতে হবে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হাত মুখ সাবান দিয়ে ধৌত করতে হবে।

এসময় তিনি গণজমায়েত না হয়ে দুরত্ব বজায় রেখে চাউল নিয়ে বাড়ি ফেরার আহ্বান জানান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ডঃশাইখ হারুন আজিজি জানান, করোনাভাইরাস এর ফলে অনেক দিনমজুর কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে আজ ৩শত পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা আগামীতে ও অব্যাহত থাকবে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসেম এই দূর্দিনে আলনজির ফাউন্ডেশন অসহায়দের পাশে থাকায় আন্তরিক ধন্যবাদ জানান।আল নজির ফাউন্ডেশন দীর্ঘকাল যাবৎ আর্তমানবতার সেবায় কাজ করে আসছে।
বিগত দিনে বন্যাদুর্গত মানুযের মাঝে ত্রাণ বিতরণ, প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, গরিব শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা মুক্তিযোদ্ধাদের সহয়তাসহ নানা কর্মসুচি পালন করে আসছে।

Exit mobile version