parbattanews

আ’ লীগ শান্তিচুক্তি করেছে, আ’ লীগই চুক্তির বাস্তবায়ন করবে

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

সংরক্ষিত মহিলা  আসনের জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন- আ’ লীগ সরকার শান্তি চুক্তি করেছে, আর এ সরকারই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে।

রবিবার (২ডিসেম্বর) সকালে জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শান্তি চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা  বলেন।

এমপি চিনু আরও বলেন, পাহাড়ে এক সময় একটি গ্রুপ চাঁদাবাজি করলেও বর্তমানে চারটি গ্রুপ চাঁদাবাজিতে সক্রিয়। তাদের জ্বালায় অতিষ্ট পাহাড়ের বাসিন্দারা।

চিনু জানান, সম্প্রতি  রাজধানী ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেছেন- সরকার নাকি চুক্তির ২৫ভাগ বাস্তবায়ন করেছে। কিন্তু সন্তুর এ কথাটি ঠিক নয়। চুক্তির ৯টি ধারা নিয়ে আলোচনা চলছে। চুক্তিটি চলমান প্রক্রিয়া।

চিনু আরও জানান, পর্যটন বিভাগকে জেলা পরিষদের অধীনে হস্তান্তর করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের বিষয়ে খুবই আন্তরিক। কোনো সমস্যা অস্ত্র দিয়ে সমাধান করা যায় না। অস্ত্র রেখে সাধারণ মানুষের কাতারে আসুন। আলোচনার টেবিলে বসে সমাধান করুন।

এর আগে বেলুন ও পায়রা উঁড়িয়ে আগত অতিথিরা বর্ষপূর্তি উদ্বোধন করেন।

জেলা পরিষদের চয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে এ সময় উপিস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক হোসেন, ডিজিএফআই রাঙামাটি শাখার অধিনায়ক কর্নেল সামশুল আলম, রাঙামাটি জোন কমান্ডার কর্নেল রিদওয়ানুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, জেলা আ’লীগের সহ-সভাপতি রুহুল আমীন প্রমুখ।

Exit mobile version