parbattanews

ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দিল আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে অসাধারণ সূচনা পায় আফগানরা। উদ্বোধনী জুটিতে রাহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দারুণ শুরু এনে দিয়েছিলেন আফগানিস্তানকে। তাদের উদ্বোধনী জুটিতে ১১৪ রান যোগ করে আফগানিস্তান। এরপর ৯ রানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ করেই চাপে পড়ে আফগানরা। ৫৭ বলে ৮০ রান করে রান আউট হয়ে ফেরেন গুরবাজ।

এরপর আফগানদের হাল ধরেন ইকরাম আলিখিল। ৬৬ বলে ৫৮ রান আসে তাঁর ব্যাট থেকে। আর শেষ দিকে দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমানের ক্যামিও ইনিংসে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২৮৪ রান। রশিদ ২৩ এবং মুজিব ফেরেন ২৮ রান করে।

ইংলিশদের হয়ে বল হাতে ১০ ওভারে এক মেইডেনে ৪২ রান খরচায় তিন উইকেট শিকার আদিল রশিদের। দুই উইকেট মার্ক উডের। একটি করে নিয়েছেন টপলি, লিয়াম লিভিংস্টন ও জো রুট।

Exit mobile version