parbattanews

ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া। কিন্তু ইংলিশদের সেই সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দুয়ারে তারা।

এই দুই দল ঐতিহাসিকভাবে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। আহমেদাবাদ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে এই লড়াই। ইতোমধ্যে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

ইনজুরির কারণে ম্যাক্সওয়েল ও ব্যক্তিগত কারণে মিচেল মার্শকে এই ম্যাচে পাচ্ছেনা অস্ট্রেলিয়া।তাদের বদলি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মার্ক ও স্টয়নিস।আগের ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও একাদশে কোন পরিবর্তন আনেনি ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড,, স্টিভেন স্মিথ, মার্নার লাবুশেন, জস ইংলিশ, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

ইংল্যান্ড একাদশ:
জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ ও ক্রিস ওকস।

Exit mobile version