parbattanews

ইউএনও’র অপসারণ দাবিতে মহালছড়ি বাজারে দোকানপাট বন্ধ

ছবি: মহালছড়ি বাজার

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)’র অপসারণের দাবিতে মহালছড়ি বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি অনুযায়ী বুধবার (২০ জুলাই) সকাল থেকে ২৪ ঘণ্টা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখা হবে।

মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ‘ইউএনও জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই জনসাধারণের উপর অহেতুক জরিমানাসহ বিভিন্ন কাজে সেচ্ছাচারিতা করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।’

বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘কোন জায়গায় কে পাহাড় কেটেছে আর মহালছড়ি বাজারের মো. আবদুর রসিদ নামের এক ব্যবসায়ীকে দোকানে মাটি ভরাট করার দায়ে অহেতুক ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ইউএনও জোবা্ইদা আক্তারের বিরুদ্ধে এধরনের অনেক অভিযোগ রয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ইউএনও অপসারণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।’

এ বিষয়ে জানতে ইউএনও জোবাইদা আক্তারকে মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত: গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় কে বা কারা পাহাড় কাটে। এর সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ীকে পাহাড়ের মাটি দিয়ে দোকান ভরাটের দায়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ৭ দিনের জেল দেন।

Exit mobile version