parbattanews

‘ইউপিকে জনগণের সেবা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

জনসেবা নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়ন পরিষদকে জনগণের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেছেন, জনগন সেবা বঞ্চিত থাকলে ইউনিয়ন পরিষদ তার কার্যকারিতা হারাবে। তখন সেবা বঞ্চিত জনগণ ইউনিয়ন পরিষদ থেকে মুখ ফিরিয়ে নেবে।

বুধবার (৬ জুন) বেলা ১২টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম এসব কথা বলেন। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র কিরণ ত্রিপুরা, ১নং ওয়ার্ডের মেম্বার মলেন্দ্র বিকাশ ত্রিপুরা ও ৫নং ওয়ার্ডের মেম্বার দিপার মোহন ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

পরে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সোলার বিতরণ করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। এর আগে তিনি সেখানে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা।

Exit mobile version