parbattanews

ইউপিডিএফ’র চাঁদা আদায়কারী আটক

ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র চাঁদাবাজি করতে এসে মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের হাতে আটক হয়েছে মো. আমির হোসেন নামে এক কালেক্টর।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করে নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা।

নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের হাতে আটক মো. আমির হোসেন মাটিরাঙ্গার বেলছড়ির পুর্ব খেদাছড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি তাইফা এলাকার এরিয়া কমান্ডার টারজান চাকমা দীর্ঘদিন ধরে মো. শাহজাহান আলী নামের এক ট্রাক চালকের নিকট দশ হাজার টাকা চাঁদা দাবি করে। পুর্ব নির্ধারিত সময় অনুযায়ী টারজান চাকমার বিশ্বস্থ সোর্স ও চাঁদা কালেক্টর মো. আমির হোসেন মাটিরাঙ্গা বাজার থেকে চাঁদার টাকা নিতে আসেন। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা ট্রাকচালক শাহজাহান আলীর সহযোগিতায় তাকে আটক করে।

আটকের পর মাটিরাঙ্গা জোন সদরে আনার পর ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করে মো. আমির হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের হাতে আটক মো. আমির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশিদ আলম।

Exit mobile version