parbattanews

ইউপিডিএফ’র পানছড়ি বাজার বর্জনে কোন প্রভাব পড়েনি

পানছড়ি বাজার বর্জনের ডাক বাজারে কোন প্রভাব পড়েনি

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ কর্মী পরেশ ত্রিপুরা মহেন নিহতের প্রতিবাদে ডাকা বাজার বর্জনের কোন প্রভাব পড়েনি পানছড়ি সাপ্তাহিক হাট-বাজারে।

রোববার (১২ জানুয়ারি) পানছড়ি প্রধান বাজারের সাপ্তাহিক হাটের দিনে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি লক্ষনীয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজার ও বিভিন্ন সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেখা গিয়েছে।

পানছড়ি বাজারের ব্যবসায়ীরা বলছেন, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র ডাকা হাট বাজার বর্জনে ডাক বাজারে তেমন প্রভাব পড়েনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী পরেশ ত্রিপুরা মহেন। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বাজার বর্জন ও সোমবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে ইউপিডিএফ প্রসীত গ্রুপ।

Exit mobile version