parbattanews

ইউপিডিএফ’র সশস্ত্র কর্মকাণ্ড ছেড়েছেন সোনামণি

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সোনামণি চাকমা (৩২)।  গত ২৪ তারিখে পোস্ট করা অমিয় চাকমা নামের এক ফেইসবুক আইডি থেকে এমন তথ্য জানা গেছে।

ওই আইডিতে দাবি করা হয়- ইউপিডিএফ’র সশস্ত্র সদস্য সোনামণি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের সোনাই গ্রামের পূর্ণ চাকমার ছেলে।

সোনামণি দীর্ঘদিন ধরে ইউপিডিএফ’র কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে জুম্ম জাতি ধ্বংসের অপকর্ম করে আসছিলো বলে দাবি করা হয়। কিন্তু তিনি নিজের কৃতকর্মের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসায় সোনামণিকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিন্দন জানান অমিয় চাকমা।

সোনামণি স্বাভাবিক জীবনে ফিরে আসায় অমীয় চাকমার স্ট্যাটাসে রুনা চাকমা নামের এক নারী কমেন্টে লিখেছেন গন্ডুস মানে জাত বিরোধী। ধন্যবাদ জানাই। শুভ বুদ্ধি উদয় হোক। গরীবের বন্ধু নামের একজন লিখেছেন- খুব ভাল করেছেন।

Exit mobile version