ইউপিডিএফ গণতান্ত্রিকের মহান বিজয় দিবস পালন

fec-image

খাগড়াছড়িতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এদেশের জন্য আত্মত্যাগীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে ইউনাইটেড  ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)গণতান্ত্রিক।

বুধবার (১৬ ডিসেম্বর) খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারে স্থাপিত শহীদ বেদিতে সূর্যোদয়ের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির পর বিভিন্ন সংগঠনের সাথে নিজেদের পার্টির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে ইউপিডিএফ গণতান্ত্রিক।

এছাড়াও বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে আত্মত্যাগীদের স্মরণের পাশপাশি শহীদদের স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে সংগঠনটি।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ আজ বিজয় অর্জন করতো না। বঙ্গবন্ধুর ডাকে জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশের জন্য প্রাণ দিয়ে পিছু হটেনি। নিজের জীবণ বিসর্জন দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করে সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে গেছে বলে তারা মন্তব্য করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, খাগড়াছড়ি, বিজয় দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন