parbattanews

ইউপিডিএফ-গণতান্ত্রিকের সভাপতি মংশৈপ্রু ত্রিপুরা, সাধারণ সম্পাদক প্রেম পব ম্রো

পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) লামা উপজেলার ১৭ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মংশৈপ্রু ত্রিপুরা, সাধারণ সম্পাদক প্রেম পব ম্রো ও মংম্রা থোয়াই মারমাকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

সোমবার (৪ মার্চ) সকালে শহরে রয়েল হোটেল কনফারেন্স রুমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) লামা উপজেলায় কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে ইউপিডিএফ-গণতান্ত্রিক বক্তারা বলেন, বান্দরবানে ১১টি জাতিসত্তা অস্তিত্ব থাকলেও সুযোগ- সুবিধাসহ সবকিছু বঞ্চিত রয়েছে। তাছাড়া পার্বত্য এলাকায় দেশের স্বাধীন সার্বভৌমত্ব পাওয়ার পরও জুম্ম জাতি এখনো অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত। খুন,চাঁদাবাজি অপহরণসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডকে রুখে দিতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই পার্বত্য শান্তি চুক্তি পুনরায় বাস্তবায়ন ও পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) মংপু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যেতি চাকমা।

অনুষ্ঠানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক মালেক বম সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সদস্য আপ্রু মং মারমা, জেলা সাধারণ সম্পাদক উবামং মারমাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version