parbattanews

ইউপিডিএফ নেতা দেবদন্তকে মুক্তির দাবিতে মহালছড়িতে বিক্ষোভ

Exif_JPEG_420
নিজস্ব প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত ১১ নির্দেশনা প্রত্যাহার পূর্বক অবিলম্বে রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবী ও ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা দেবদন্ত ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তির দাবীতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম, মহালছড়ি উপজেলা শাখা।

রবিবার বিকাল ২টায় বিক্ষোভ মিছিলটি মাইসছড়ি বাজার থেকে চৌধুরী পাড়া চৌমূহনী পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখার সভাপতি হৃদয় বিন্দু চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি তপন চাকমা প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে দেবদন্ত ত্রিপুরার গ্রেফতারকে বেআইনী ও সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী অভিহিত করে বক্তারা বলেন, ‘গত বুধবার তার কর্মস্থল বাঘাইছড়ি থেকে মোটরসাইকেলযোগে দীঘিনালা আসার পথে তাকে কবাখালিতে আটক করা হয়েছে।’

বক্তারা ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের ওপর অব্যাহত দমন পীড়নের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘ইউপিডিএফের নেতা কর্মী ও সমর্থকদের গ্রেফতার, নির্যাতন, হয়ারানি, মিথ্যা মামলা ও জেল-জুলুম এখন নিত্য নৈমিত্ত্যিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা পার্বত্য চুক্তি-পূর্ব পরিস্থিতির কথাই স্মরণ করিয়ে দেয়।’

বক্তারা দেবদন্ত ত্রিপুরার নিঃশর্ত মুক্তি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত ১১ নির্দেশনা প্রত্যাহার পূর্বক পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানান।

Exit mobile version