ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের কমান্ডার খ্যাত মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজী মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডের রায় হয়েছে। আজ রাঙামাটির অতিরিক্ত জেলা জজ আদালতে SC ৩৬/৯ প্যানাল কোড ১৮৬০, ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত ক্রমে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। একই মামলায় সুমন চাকমা নামে আরো একজনকে একই দণ্ড অর্থাৎ ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজী মামলায় এ দু’জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।
এদিকে পার্বত্যনিউজের অনুসন্ধানে দেখা গিয়েছে, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলা সহ হস্তান্তর করে। লংগদু থানা মামলার নাম্বার নং- ৫, তারিখ ৩০ অক্টোবর, ২০০৭। জি আর নং- ৩৩০/২০০৭।
মামলা দীর্ঘ সময় শুনানি শেষে বিশেষ ট্রাইবুনাল- ২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাঙ্গামাটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি, চাঁদাবাজি করায় ৭ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আদালত এসময় উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায় দেন। এ মামলার অপর আসামী সুমন চাকমাকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ এর অপরাধে ৭ বছর সশ্রম কারা দন্ডে দণ্ডিত করা হয়। কিন্তু আসামী মাইকেল চাকমা এসময় গুম থাকায় তার বিরুদ্ধে রায় কার্যকর করা যায়নি।