parbattanews

ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা তিন দিনের রিমান্ডে

mithun chakma

খাগড়াছড়ি প্রতিনিধি:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ইউপিডিএফ’র কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হলে মিঠুন চাকমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার এসআই আব্দুল্লাহ-আল-মাসুদ জানান, সামাজিক মাধ্যম ও ব্লগে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উস্কানীমূলক ও মিথ্যা লেখা, আপত্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করে সাম্প্রদায়িক উস্কানী দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় মিঠুন চাকমাকে রিমান্ডে আনা হয়েছে।

উল্লেখ্য গত ১১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাগড়াছড়ির নিজ বাড়ী অর্পনা চৌধুরী পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়িতে জনসমাবেশে নেতাকর্মিদের উপর হামলা, বোমা হামলা ও পুলিশের সাথে সংঘর্ষসহ ১০টি মামলার ওয়ারেন্ট আছে।

Exit mobile version