parbattanews

ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা জামিনে মুক্ত

mithun chakma

নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি মিঠুন চাকমা খাগড়াছড়ি জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা জজ আদালতে এ্যাডভোকেট জ্ঞান জ্যোতি চাকমা তাঁর পক্ষে জামিনের আবেদন জানালে আদালতের দায়রা জজ মো: ইনামুল হক ভুইয়া তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১২ জুলাই ২০১৬ খাগড়াছড়ি সদরের অর্পণা চৌধুরী পাড়ার নিজ বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

এরপর তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা ১২ টি মামলা বিভিন্ন মামলা ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়।

Exit mobile version