ইউপিডিএফ সন্ত্রাসীদের বিচারের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

fec-image

ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সন্ত্রাসীরা নিরীহ জনগণের ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন ।ক

সমাবেশে বক্তারা বলেন, “সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে।”

বক্তারা আরও বলেন, “এ ধরনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—“পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালির সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

বক্তারা এসব সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপদেষ্টা মো. আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস,পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সভাপকি সালমা আহমেদ মৌ,মাটিরাঙ্গা উপজেলা নাগরিক পরিষদের সভাপতি জালাল আহমেদ।

এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিসিসিপি খাগড়াছড়ি জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, খাগড়াছড়ি, পিসিসিপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন