parbattanews

ইতালিতে করোনায় একদিনেই মৃত ৯৬৯, স্পেনে ৭৬৯

করোনাভাইরাসে একদিনের প্রাণহানিতে ফের রেকর্ড ভেঙেছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে ২৪ ঘণ্টায় ৯৬৯ জন প্রাণ হারিয়েছেন।  শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এ কথা জানায়। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে ২২ মার্চ ইতালিতেই একদিনে সর্বোচ্চ ৭৯৩ জনের মৃতের কথা জানানো হয়েছিল। এদিকে স্পেনে ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। ইতালির পর প্রাণহানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের আরেক দেশ স্পেন। সেখানে ২৪ ঘণ্টায় ৭৬৯ জন মারা গেছে। সব মিলিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজারেরও বেশি। মারা গেছেন ২৫ হাজার ৪২৩ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। ৯২ হাজার ৯৩২ জন নিয়ে বিশ্বে এই মুহূর্তে করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ইতালির মতো চীনেও আক্রান্তের সংখ্যা ৮৬ হাজারের বেশি। অন্তত ১৭৬টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

শুক্রবার বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তদের কাতারে যোগ হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

সূত্র: প্রথম আলো

Exit mobile version