parbattanews

ইনস্টিটিউট অব মিউজিক রামু’র সংগীত ও নৃত্য বিভাগের আন্তঃ প্রতিযোগিতা সম্পন্ন

রামু প্রতিনিধি:

ইনস্টিটিউট অব মিউজিক রামু’র উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকালে রামু পূর্ব মেরংলোয়াস্থ ইনস্টিটিউট অব মিউজিক মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইনস্টিটিউট অব মিউজিক রামু’র প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এইচ বি পান্থ।

প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ইনস্টিটিউট অব মিউজিক রামু’র সংগীত বিভাগের পরিচালক বিশিষ্ট কন্ঠশিল্পী মানসী বড়ুয়া ও ইনস্টিটিউট অব মিউজিক রামু’র নৃত্য বিভাগের পরিচালক, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়শ্রী বড়ুয়া। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক কন্ঠশিল্পী বশিরুল ইসলাম, বেতারের নিয়মিত শিল্পী যথাক্রমে মিনা মল্লিক, উৎপলা বড়ুয়া ও ইসকান্দর মীর্জা।

সংগীত বিভাগে বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা হলো, ছড়া গান (১) ১ম প্রবাহিকা বড়ুয়া, ২য় রাওফা রহমান, ৩য় শামীম ইয়াছার। ছড়াগান (২) ১ম নওসীন মারিয়া, ২য় প্রমি ধর, ৩য় সম্প্রীতি বড়ুয়া ও স্বেচ্ছা দে। দেশের গান প্রতিযোগিতায় ১ম অপর্ণারুদ্র ও রাজদীপ বড়ুয়া, ২য় শাহিদ ফরিদ রায়হান ও মনস্বিতা বড়ুয়া কুইন, ৩য় সাদমান মোহাম্মদ সামী। রবীন্দ্র সংগীতে ১ম অপর্ণা রুদ্র, ২য় রাজদীপ বড়ুয়া, ৩য় মনস্বিতা বড়ুয়া কুইন। আমরা কুঁড়ি (ছড়া গান) এ বিজয়ীরা হলো, কন্ঠি বড়ুয়া, দীপা এবং ওয়াসেফ সাঈদ।

নৃত্য বিভাগে বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা হলো, সাধারণ নৃত্য ক বিভাগে ১ম পুষ্পিতা ধর, ২য় উউছেন, ৩য় পিউ ধর, লোক নৃত্য ক বিভাগে ১ম বর্ণিতা বড়ুয়া, ২য় প্রমি ধর, ৩য় সম্প্রীতি ধর, লোক নৃত্য খ বিভাগ (১) ১ম সংবৃত্তি বড়ুয়া পস্রা, ২য় নওশীন মারিয়া পরী, ৩য় পায়েল ধর। লোক নৃত্য খ বিভাগ (২) ১ম দ্বীপান্বিতা নাথ, ২য় দ্বীপ জ্যোতি বড়ুয়া, ৩য় সৃষ্টি শর্মা। লোক নৃত্য খ বিভাগ (৩) ১ম জয়রিয়া বড়ুয়া মোহনা, ২য় ঐন্দ্রিলা বড়ুয়া, ৩য় আরফিন আবরা রীম। সৃজনশীল নৃত্য গ বিভাগে ১ম পুষ্পিতা শর্মা চন্দ্রিমা, ২য় মনস্বিতা বড়ুয়া কুইন ও অর্পিতা চৌধুরী অর্পা, ৩য় ত্রি-সন্ধ্যা মনি ঐশী। লোক নৃত্য গ বিভাগে ১ম সুষমা বড়ুয়া, ২য় ঐশ্বর্য বড়ুয়া, ৩য় সুপা বড়ুয়া।

Exit mobile version