parbattanews

‘ইন্টারনেটে কিছু পেলে তা ভাল করে যাচাই করে প্রচার করতে হবে’

‘‘সত্য মিথ্যা যাচাই আগে-ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দীঘিনালা উপজেলায় পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিদর্ভ চাকমা, উপজেলা মৎস কর্মকর্তা অর্বনা চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য মিথ্যা যাচাই- বাচাই না করে, কোন কিছু ফেসবুকে শেয়ার করা ঠিক নয়। আর ইন্টারনেটে কোন কিছু পেলে তা ভাল করে যাচাই করে, এলাকায় প্রচার করতে হবে। যাতে করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি না ঘটে।

Exit mobile version