parbattanews

ইভটিজিং ও বাল্য বিয়ে রোধে কমিউনিটি পুলিশিং জোরদার করা হবে

কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) চকরিয়া সার্কেল কাজী মোহাম্মদ মতিউল ইসলাম বলেছেন, বদরখালীর প্রত্যন্ত এলাকায় প্রায় সময় ইভটিজিং, বাল্য বিয়ে ও মদ-জুয়ার ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অপরাধ রোধে এ ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

শনিবার (৩১আগস্ট) দুপুরে ইউনিয়নের শিক্ষা ও উন্নয়ন বঞ্চিত এলাকায় নব প্রতিষ্ঠিত ভার্চু স্কুল অ্যান্ড কলেজে এক সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) একেএম শফিকুল আলম চৌধুরী। তিনি বলেন, চকরিয়া থানা এবং বদরখালী পুলিশ ফাঁড়িও এসব অপরাধ রোধে সরাসরি ভুমিকা রাখবে।

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মো.আরিফেল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মহসিন তালুকদার ও শিক্ষক আবু ছিদ্দিক।

Exit mobile version